ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে দ্বিতীয় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। শনিবার সকাল থেকে নাটোর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে টিকা নিতে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়া ভারতীয় ভ্যাকসিন এ্যাষ্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজ টিকাও দেওয়া হচ্ছে।
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার টিকা গ্রহিতা মাসুদ রানা জানান, তিনি সিনোফার্মার ২য় ডোজ গ্রহণ করেছেন। প্রথম ডোজ ও ২য় ডোজ দিতে কোনও সমস্যা অনুভব হয়নি। মানুষের মাঝে টিকা দিতে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।
হাফরাস্তা এলাকার বোরহান উদ্দিন জানান, টিকা নিয়ে কোনও ব্যথা অনুভব করেননি। সুন্দরভাবে টিকা গ্রহণ করতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সদরের তেলকুপি এলাকায় সেহেল রানা জানান, টিকা দেবার পর মনের মাঝে স্বস্থি লাগছে। অত্যন্ত সুশৃঙ্খলা ভাবে টিকা প্রদান করা হচ্ছে। কোনও ঝামেলা পেহাতে হয়নি।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, প্রথম পর্যায়ে গত মাসে ২৫ হাজার সিনোফার্মার টিকার ডোজ দেয়া হয়েছিল। ২য় পর্যায়ে নাটোরে ২১ হাজার সিনোফার্মার টিকার ডোজ পাওয়া গেছে। যা ৮ আগষ্ট থেকে প্রদান করা শুরু হয়েছে। যা এছাড়াও এ্যাসষ্ট্রাজেনিকার ২য় ডোজ ৩৭ হাজার টিকা পাওয়া গেছে। ১ম পর্যায়ে ৫০হাজার এ্যাসষ্ট্রাজেনিকার ডোজ প্রদান করা হয়েছিল।