ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্যও পঃ পঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, গোমস্তাপুর থানার (ওসি) দিলীপ কুমার দাস, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, গোমস্তপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও এতিমখানায় অর্থ সহায়তা প্রদান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পেীর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার প্রমুখ।