ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট), বৃহস্পতিবার (১২ আগস্ট) ও শনিবার (১৪ আগস্ট) মোট ৩ দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫ ট্রাকে এই ৩৮ মেট্রিক টন কাঁটা মরিচ এসেছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার মমিনুল ইসলাম।
সহকারী কমিশনার জানান, মঙ্গলবার ৩টি ট্রাকে ২৮ মেট্রিক টন, বৃহস্পতিবার এক ট্রাকে ২ মেট্রিক টন ও শনিবার আরেক ট্রাকে ৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী সাদিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের দোহায় দিয়ে কাঁচা মরিচের পাইকারি বিক্রিতারা দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে যখন কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এবার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ জানান, ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে কয়েক মাস থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি হতো না। ফলে পাইকারি ও খুচরা বাজারে অসাধু ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়ে দিয়েছেন। কয়েকমাস পর নতুন করে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। এতে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম কমবে।