ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার নওগাঁর মহাদেবপুরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা আলফ্রেড সরেনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে দুপুরে ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধিতে জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট শহিদ হাসান সিদ্দিকী স্বপন, আজাদুল ইসলাম আজাদ, আমিন কুজুর, বিরিশ উরাও, অলক উরাও, উত্তম উরাও, নিহত আলফেড সরেনের বোন রেবেকা সরেন প্রমুখ।
বক্তারা দীর্ঘ ২১ বছরেও আলফ্রেড সরেন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবী করেন।
উল্লেখ্য, ২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পাড়ায় ভূমি দুস্যরা হামলা চালিয়ে বাড়ী ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও আলফ্রেড সরেনকে নৃশংস ভাবে খুন করে। এসময় ভূমি দস্যুদের হামলায় নারীশিশুসহ ৩০ জন আহত হন। ১১টি বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর জাতীয় আদিবাসী পরিষদের নেতৃত্বে আলফ্রেড সরেন হত্যা মামলার বিচারের দাবীতে দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে উঠে।