ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াগ্রামে নিজস্ব দোকান দখল নেওয়ার প্রতিবাদ করায় আলাউদ্দিন আলাল (৩০) নামের এক ব্যাক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলার চান্দাই নতুন পাড়া এঘটনা ঘটে। আলাল উদ্দিন উপজেলার চান্দাই নতুনপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার আলাউদ্দিন বাদী হয়ে বড়াইগ্রামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলাল উদ্দিন তিন বছর আগে মুরগির খামার করায় চান্দাই বাজারের বিকাশ, কম্পিউটারের দোকানে মাসিক ৬ হাজার টাকা বেতনে নিয়োগ দেয় আবুল কালামের ছেলে বিজয়কে। গোপন সূত্রে আলাল জানতে পারে দোকানে জাল টাকা তৈরী করছে। আলাল দোকানের চাবী এবং হিসাব চাইলে বিজয় নিজের দোকান হিসেবে দাবী করে। বৃহস্পতিবার বিকেলে বিজয়ের বাবার বাড়িতে গিয়ে টাকার কথা বললে মফিজ উদ্দিনের পুত্র আবুল কালাম আবু (৪৫) আবুল কালামের পুত্র বিজয় (২২), মনি এবং স্ত্রী (২৬) আম্বীয়া বেগম (৪০) মারপিট করে। আলালের স্ত্রী মুরশিদা বেগম (২৭), কন্যা আখী খাতুন (১৪) উদ্ধার গেলে তারকে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিজয় বলেন, সম্পর্কে উনি আমার চাচা। মুরগির খামার করার পর দোকান পরে ছিল। আমি চাচাকে বলে দোকান ঠিকঠাক করে আমার মত করে চালাচ্ছি। এখন চাচা দোকান তার বলে দাবী করছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।