ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ২৩ আগস্ট সকালে ময়না তদন্তে পাঠানো হয়েছে ওই শিশু কিশোরীর মরদেহ। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার মিশন দক্ষিনপাড়া গ্রামের মৃত দানিয়েল মারাং এর মেয়ে বাসন্তী মারাং (১১) দিনের বেলায় মামা এমিল তপ্ন’র বাড়ীতে অবস্থান করছিলেন, মা লুচি তপ্ন ঢাকা শহরে অন্যের বাড়ীতে কাজ কর্ম করেন। সন্তান বিহীন মামা এমিল তপ্ন’র বাড়ীতে মানুষ হচ্ছিলেন বাসন্তী মারাং। ২২ আগস্ট রবিবার সন্ধ্যার দিকে বাসন্তী মারাংকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন, তবে মামা এমিল তপ্ন মৃত্যুর ব্যাপারে কাউকে সরাসরি দায়ি করেননি। মেয়েটি পার্শ্ববর্তী উপজেলার গোবরচোপা লক্ষীকুল মিশনে পড়ছিল, মহামারী করোনায় মিশন বন্ধ থাকায় মামার বাড়ীতে অবস্থান করছিল।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, মৃত্যুর ব্যাপারে কারও যাতে কোন সন্দেহ না থাকে সে জন্য লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে, রিপোর্টের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে।
সম্প্রতি ধামইরহাট এলাকায় নানাইচ মোড়ে মাদ্রাসার ছাত্র, আড়ানগরে স্কুল ছাত্রীসহ প্রায়শ আত্মহত্যার প্রবনতা দেখা যাচ্ছে।