ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর কৃষকলীগের আয়োজনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগর কৃষকলীগের সভাপতি রহমতুল্লাহ সেলিমের সভাপতিত্ব অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কারনেই এ দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীনতা পরবর্তীতে দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি কৃষির উপর বেশী গুরুত্ব দিয়েছিলেন। কৃষিতে ভূর্তুকিসহ নানাবিধ পদক্ষেপ তিনি নিয়েছিলেন। যা আজও রোল মডেল হয়ে রয়েছে বলে জানান তারা।
বক্তব্য শেষে শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যর রুহের মাগফিরাত ও করোনা থেকে মুক্তি এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা কৃষকলীগের সভাপতি শুকুর উদ্দিন, সাধারণ সম্পাদক নাছরিন জামান হ্যাপি, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ফটিক ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক স্বপনসহ অন্যান্য নেতাকর্মী।