ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রথম বজ্রপাতের ঘটনা ঘটে দিনাজপুরের ৮নং নিউটাউন রেলঘন্টি এলাকায়। এ সময় চার কিশোর মারা যায়। পরে বিকেল ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর (পীরপাড়া) গ্রামে একসাথে তিন যুবক বজ্রপাতে মারা যান।
মৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২), সাজু মন্ডলের ছেলে মিম মন্ডল (১৩), চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৪), সামু মোহাম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (২৩) এবং আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।
বজ্রপাতে আহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অজ্ঞাতপরিচয় আরেকজন কিশোর রয়েছেন।
দিনাজপুর কোতয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে দিনাজপুর ৮নং রেলঘুন্টি যাত্রী ছাউনির উপর মোবাইলে গেম খেলছিলো সাতজন কিশোর। এসময় বজ্রপাতে সাতজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজন মারা যায়। অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, বিকেলে বাড়ির পাশের পুকুরে তিন বন্ধু মিলে মাছ ধরছিলো। এসময় বজ্রপাতের শিকার হন তারা।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। এ ব্যাপারে পৃথক তিনটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।