ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) দুপুরে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪২ মেইন পিলারে সামনে ভারতের কোচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্ধা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যদের ছোড়া গুলিতে তারা নিহত হয়। নিহতরা হলেন বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুল আলীর ছেলে ইউনুস আলী (৩০) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাগর মিয়া (২৮)।
বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ নিশাদ জানান, বুড়িমারী সীমান্তে গরু চোরা কারবারি করতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ইউনুস ও সাগরসহ তাদের বেশ কয়েকজন সঙ্গী। ওই সময় ভারতের কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্ধা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় ঘটনাস্থলে ওই দুই বাংলাদেশি যুবক নিহত হন। ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা লাশ দুটি নিয়ে যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।