ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী, উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৯ আগষ্ট রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণী সম্পদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন।
উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম সরকারের সঞ্চালরায় স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, আওয়ামী লীগ নেতা অজিত মন্ডল, খামারী নজরুল ইসলাম প্রমূখ।
এসময় অতিথিগণ ৫টি ক্যাটাগরিতে ১২জন সফল খামারীর হাতে পুরস্কার তুলে দেন। মেলায় মোট ২০টি প্রদর্শনী স্টল প্রদর্শিত হয়।