ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সকলেই জুয়া খেলার সঙ্গে জড়িত। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের আলেফ নুরের মুদিখানার দোকনঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলেফ নুর (৩৬), মাসুদ রানা (৩২), জাকির হোসেন (৩০), আকতার হোসেন (২৮), আবুল কালাম (৪০), মামুনুর রশিদ (৪২), আল মামুন রশিদ (৩৭) ও আব্দুর রাজ্জাক (৩৮)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১০ হাজার ২৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।