ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোলাডাঙ্গা সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪ লক্ষ ১২ হাজার ৮’শ পিস পাতার বিড়িসহ ভটভটি চালক মোঃ আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার ভোর রাতে ভোলাহাট উপজেলার জামতলা বাজার এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।
আটককৃত আব্দুর রহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা মুসরিভুজা গ্রামের রেজাউল করিমের ছেলে। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, জেকে পোলাডাংগা বিওপির সুবেদার আজিজুল হকের নেতৃত্বে টহল দল জেকে পোলাডাংগা বিওপির সীমান্ত পিলার ২০২ মেইন হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা বাজারে আজ সোমবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে ভটভটিতে অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ চালককে আটক করে।
তবে, মূল মালিককে আটক করতে পারেনি।
তিনি আরো জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।