ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : প্রেমে বাধা দেওয়ার আরজু (২৭) নামের এক নৌকার মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় বাইজিদ বোস্তামীকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গুরুদাসপুর থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গুরুদাসপুর উপজেলার বিলশা বিল থেকে সকাল ৯টার দিকে পুলিশ আরজু মাঝির ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত বাইজিদকে গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বাইজিদ। তার অপর দুই বন্ধু পলাতক রয়েছে।
নিহত আরজু মাঝি সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে। আরজু মাঝির প্রতিবেশি এক স্কুলছাত্রীর সঙ্গে বাইজিদের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বাইজিদ ওই গ্রামে ঘন ঘন যাতায়াত শুরু করে।
সম্প্রতি মেয়ে ঘটিত ওই বিষয় নিয়ে আনন্দনগর গ্রামে বাইজিদ ও তার তিন বন্ধুর সঙ্গে আরজু মাঝির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তাকে হত্যাকারী গ্রেপ্তারকৃত বাইজিদ গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামের নাছির বোস্তামীর ছেলে।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাইজিদ জানায়, মূলত প্রেমে বাধা দিয়ে তাদের লাঞ্চিত করার প্রতিশোধ হিসেবেই আরজু মাঝিকে তিন বন্ধু মিলে কুপিয়ে হত্যা করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলনবিল ভ্রমণের জন্য কৌশলে ৭শ টাকায় আরজু মাঝির নৌকা ভাড়া নেয় অভিযুক্ত বাইজিদ ও তার বন্ধুরা। সন্ধার পর আরজু মাঝি তার নৌকায় বাইজিদদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনার রাতে নৌকাটি গুরুদাসপুর উপজেলার হরদমা বিলে পৌঁছালে নৌকা থামিয়ে বাইজিদ ও তার বন্ধুরা মিলে গাঁজা সেবন করে। একপর্যায়ে বাইজিদের দুই বন্ধুর একজন আরজু মাঝির পা ও গলা ধরে রশি দিয়ে নৌকার সঙ্গে বেঁধে ফেলে।
এসময় বাইজিদ ওই মাঝিকে প্রেমে বাধা দেওয়ার কথা বলে প্রতিশোধ হিসেবে খুন করে। এসময় আরজু মাফ চেয়ে বাঁচার আকুতি জানান। তাতেও মন গলেনি অভিযুক্তদের। এসময় ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা আসতে দেরি হওয়ায় বাইজিদের একবন্ধু চাইনিজ কুড়াল দিয়ে আরজু মাঝির মাথার পিছনে উপর্যপুরি কোপাতে থাকে। এতে আরজু নিস্তেজ হয়ে পড়লে বাঁধন খুলে বিলের পানিতে ফেলে দেওয়া হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত আরজু মাঝির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইজিদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা।