ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুই জন এবং পাঁচজন উপসর্গে মারা গেছেন।
মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইসিইউতে ১১জনসহ করোনা ইউনিটে মোট ১৫৮ রোগী ভর্তি। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে, ময়মনসিংহ সদরের ৩৩ জন, নান্দাইলের ১ জন, ঈশ্বরগঞ্জের ৬ জন, গৌরীপুরের ২ জন, ফুলপুরের ৫ জন, তারাকান্দায় ৫ জন, হালুয়াঘাটের ৫ জন, মুক্তাগাছার ৭ জন, ফুলবাড়িয়ার ৪ জন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১ জন ও গফরগাঁওয়ের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭১৩ জন। বাড়িতে এবং জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২ হাজার ৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন।