ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে পুকুর পাহারাদারের হাত-পা বেঁধে প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার শাহাগোলা গ্রামে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা যায়, শাহাগোলা গ্রামে অবস্থিত তিন একরের একটি পুকুর গত তিন বছর ধরে লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন উপজেলার শাহাগোলা গ্রামের মৃত চিকন আলীর ছেলে ছিদ্দিক আলী। এদিকে ছিদ্দিক আলীর মেয়াদ শেষ হওয়ায় গত বৈশাখ মাস থেকে ৫ বছর মেয়াদের জন্য পুকুর মালিক মোজাম্মেল হকের নিকট থেকে ১০ লক্ষ টাকায় লীজ নেন মির্জাপুর গ্রামের শরিফুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল। তিনি পুকুরটি লীজ গ্রহণের পর থেকে এ পুকুরে রুই, কাতলা, সিলভরকাপ, পাদবাসহ বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। হঠাৎ করে গত রোববার দিবাগত গভীর রাতে ১০/১২ জনের দুর্বৃত্ত দল ওই পুকুরের পাহারায় নিয়োজিত রাণীনগরের গোণা গ্রামের মোজাম্মেল হকের পুত্র নবীর উদ্দিনের (৩৫) হাত-পা বেঁধে পুকুর থেকে প্রায় তিন লক্ষ টাকার মাছ উত্তোলন করে লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে গত সোমবার লীজ গ্রহিতা রয়েল বাদি হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।