ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক কল্যান সমিতির গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সম্পাদক সাদেকুল ইসলাম। ভুক্তভোগী অবঃ শিক্ষক আব্দুল লতিফ, আব্দুল মতিন।
আরও বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আব্দুল বাক্কার, আব্দুল কাদের ও অহাব আলী প্রমুখ।
বক্তরা উল্লেখ করেন, ওই হিসাব কর্মকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর পরবর্তী সরকারি অর্থ উত্তোলনে নানা অযুহাত দেখিয়ে নানাভাবে হয়রানি করে আসছে। কেউ উৎকচ দিলে তার কাজ সহজেই হয়ে যায়। আর যারা উৎকচ দিতে পারে না তাদের দিনের পর দিন হয়রানি করা হয়। এছাড়া তার হয়রানির শিকার হয়ে এক শিক্ষক পেনশন উত্তোলন না করেই মৃত্যুবরণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।