ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয় এর পক্ষ থেকে নাচোলের ইউএনও সাবিহা সুলতানাকে বিদায় সংবর্ধনা প্রদাণ ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সংস্থার কার্যালয়ে আশ্রয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

এদিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, বিএমডিএর সহকারী প্রকৌশলী শাহ মুঞ্জুরুল ইসরাম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাজশাহীর ভাইস প্রেসিডেন্ট (জোনাল হেড) শফিকুল আলম, এসভিপি সেলিম উল্লাহ, শাখা ব্যবস্থাপক মসফিকুর রহমান, অশ্রয় এর মহা অঞ্চল ব্যবস্থাপক নূরুল ইসরাম ও উপ-অঞ্চল ব্যবস্থাপক শিবেন চন্দ্র দাস।