ধূমকেতু প্রতিবেদক, পাবনা : শোকের মাস আগস্ট স্মরণে পাবনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মহীন অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের পাশে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলেদেন পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের নির্দেশনায় পাবনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
এসময় জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা এই কার্যক্রমে সহযোগিতা করেন। শহরের ভ্রাম্যমাণ রিক্সাচালক, ভিক্ষুক, দিনমুজুর, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।