ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : জাতীয় যুব সংহতি কাহালু পৌর সভাপতি সাবেক ছাত্র নেতা মোরশেদুল ইসলাম রবি বলেন, কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের প্রোপ্রাইটর বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব শফিকুল ইসলাম শুধু কাহালুর সুনাম অর্জন করেননি ববং তিনি বগুড়া জেলা তথা সারা বাংলাদেশের মধ্যে কাহালুর ভাবমুর্তি উজ্জ্বল করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারে স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব শফিকুল ইসলামকে শুভেচ্ছা বিনিময়কালে মৎস্যচাষীদের উদ্যোশে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় পুরস্কার দুইবার স্বর্ণ পদক এবং একবার রৌপ্য পদক পাওয়া এটা সহজ ব্যাপার নয়। এটা স্বয়ং মহান আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন বলেই তার পক্ষে ৩ বার জাতীয় পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে। তিনি শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের উত্তর উত্তর সমদ্ধি কামনা করেন।