ধূমকেতু প্রতিবেদক, মোরশেদুল ইসলাম রবি, বগুড়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের মাঝে বগুড়া বিএনপির বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টারে টেলিমেডিসিনের মাধ্যমে ড্যাবের ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ বিতরণ করেন, হেল্প সেন্টারের তত্বাবধায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম সিরাজ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান বকুল।
আরও উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।