ধূমকেতু প্রতিবেদক : বগুড়ার শেরপুরে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহীদ হাসান (২১) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১ টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন ছোনকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহীদ বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর খলিফাপাড়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানার নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি দল বগুড়া জেলার শেরপুর থানাধীন ছোনকা বাজার রাজবাড়ী মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ র্শীষ মাদক ব্যবসায়ী শহীদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,০০০/- টাকা এবং ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।