ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) বগুড়া : বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের পেছনের রাস্তায় আব্দুস সালাম (৩০) নামের এক রিক্সাচালককে ছুরিকাঘাত করেছে দুর্বত্তরা৷
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার পরে কলেজের পাশের রাস্তায় পুরান বগুড়া এলাকায় এঘটনা ঘটে।
আহত সালাম শহরের জয়পুরপাড়ার মকবুল হোসেনের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশের একটি টহল দল সালামকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আমরা খবর পেয়ে দ্রুত রিক্সাচালক সালামকে হাসপাতালে এনেছি। উনার পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কেন এই ঘটনা ঘটেছে আমরা নিশ্চিত নয়। উনার মোবাইল ফোন ও টাকা আমরা পায়নি। তবে রিক্সাটি উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি।