ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজনগর এলাকা থেকে গরুসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ মন্ডলপাড়া গ্রামের আকবর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩০) ও খয়ের উদ্দিন মন্ডলের ছেলে সাগর হোসেন হেলাল (২৫)।
গরু মালিক পারনুরুল্লাবাদ গ্রামের জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে গরু তোলার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে গোয়ালঘরে গিয়ে গরু চুরির বিষয়টি জানতে পারেন। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুই চোরসহ একটি বকনা গরু হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।