ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৪) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৫)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে চার কিশোর। এ সময় তারা পুকুরে থাকা বালুতে তলিয়ে যায়। পরে দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিম পানিতে ডুবে যায়।
পরে আশেপাশে থাকা কয়েকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি করেন। পরে তাদের না পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।