ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলুল্লা স্কুল পর্যন্ত রাস্তা নির্মানের দোহাই দিয়ে স্কুল ফিল্ডের পশ্চিমের প্রায় ৫০হাজার টাকা মূল্যের ৬টি মেহগনি ও ৪টি ফলবান আমগাছ স্কুল কমিটির রেজুলেশনের মাধ্যমে কেটে বিক্রি করে দিয়েছেন। ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকবাসী ম্যেখিকভাবে ইউএনও এবং এসি ল্যান্ডকে জানিয়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক খলিলুল্লাহর নিকট জানতে চাইলে তিনি বলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান স্কুল পর্যন্ত রাস্তা করে দিবেন তাই তার নির্দেশে গত ২৯ আগস্ট স্কুল ফিল্ডের ১০টি গাছ স্কুল পরিচালনা কমিটির সভাপতি রেজুলেশন করে গাছগুলি কেটে বিক্রি করে দিয়েছেন।
স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লতিব বিশ্বাস স্কুল ফিল্ডের গাছ কাটার বিষয়ে জানান, স্কুলে যাতায়াতের রাস্তার জন্য গাছগুলি কাটা হয়েছে। তবে স্কুল ফিল্ডের পশ্চিম দিকের শেষপ্রান্তের গাছ না কেটেও রাস্তা করা যেতো এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলুল্লাহ ও সভাপতি আলহাজ্ব লতিব বিশ্বাস।
স্কুল পর্যন্ত রাস্তা করার জন্য ফিল্ডের পশ্চিম প্রান্তের ৬টি জিবিত মেহগনি ও ৪টি ফলবান আমগাছ কাটার নির্দেশ দানের বিষয়ে কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, স্কুল পর্যন্ত রাস্তা করা আর স্কুল ফিল্ড পর্যন্ত রাস্তা করা পৃথক বিষয়। রাস্তা করার জন্য তিনি গাছ কাটার নির্দেশ দেননি। তবে ইউএনওর অনুমতি পেলে গাছ কেটে রাস্তা করা যাবে বলে তিনি মত দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নিকট স্কুল ফিল্ডের জিবিত গাছ কাটার বিষয়ে জানান, বিষয়টি আমি জানিনা। তবে এটি তদন্ত করে ব্যবস্থা নিবেন। কাজলা গ্রামের ও কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, স্কুল ফিল্ডের পশ্চিম দিকের দামী মেহগনি গাছগুলি না কেটেও রাস্তা করা যেতো।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন জানান, স্কুল ফিল্ড পর্যন্ত রাস্তা করলে গাছগুলি কাটার প্রয়োজন ছিল না। ক্ষমতার জোরে গাছগুলি কেটে বিক্রি করে দিয়েছেন সভাপতি ও প্রধান শিক্ষক। অভিযোগ আছে, প্রায় ৪বছর পূর্বে স্কুল ফিল্ডের ৪০হাজার টাকা মূল্যের মেহগনি গাছ সভাপতি কাউকে না জানিয়ে কেটে বিক্রি করে দিয়েছেন। ৬টি মেহগনি ও ৪টি ফলবান আমগাছের মূল্য প্রায় ৫০হাজার টাকা হবে। কিন্তু মাত্র ২৫হাজার ৫শ’ টাকায় ১০টি গাছ বিক্রি করেছেন গোমস্তাপুর উপজেলার রহনপুরের এক কাঠ ব্যবসায়ীর নিকট।
এদিকে কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয়ের স্কুল ফিল্ডের ৬টি জিবিত মেহগনি ও ৪টি ফলবান আমগাছ সভাপতি ও প্রধান শিক্ষকের ক্ষমতায় কেটে বিক্রি করে ফেলায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এলকাবাসীর অভিযোগ গাছগুলি না কেটেও স্কুল ফিল্ডের এক সাইড দিয়ে রাস্তা করা যেতো।