ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে অসহায় পরিবারের চুরি যাওয়া গরু-বাছুর উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। অর্ধ লক্ষাধিক টাকার চুরি যাওয়া গরু চুরির ৩ দিনের মাথায় পুলিশের সহায়তায় ফেরত পেয়ে ভুক্তভোগী পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাথে চোরদেরও শ্রীঘরে পাঠিয়েছে থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর এলাকার এনায়েত আলীর ছেলে ওয়াসিম আকরাম রাতের খাবার খেয়ে ৩১ অক্টোবর’২১ তারিখ রাতে ঘুমিয়ে পড়ে ১ সেপ্টেম্বর ভোর ৫ টায় গোয়াল ঘরে প্রবেশ করে দেখে তার গরু-বাছুর চুরি গেছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ৪ সেপ্টেম্বর স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গরু-বাছুর সহ গরু চোর রামচন্দ্রপুর গ্রামের শাহজাহানের ছেলে ফারুক হোসেন (৩২) ও কেরামত আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ওয়াসিম আকতার বাদী হয়ে ধামইরহাট থানায় গ্রেপ্তার কৃত আসামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চুরি বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, পলাতক আসামীদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে।