ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শয়নঘরের খাটের নিচ থেকে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুল্লাবাদ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
খুনের শিকার আকলিমা বেগম ওই গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পূত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে।
নিহতের পুত্রবধূ লাইলি বেগম জানান, আমার স্বামী আজিজুল ইসলাম ঢাকায় মাইক্রোবাস চালান। বাড়িতে আমি একাই থাকি। বৃহস্পতিবার বাবার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকগ্রামে বেড়াতে যাওয়ার সময় বাড়ি পাহারা দেওয়ার জন্য শাশুড়ি আকলিমা বেগমকে রেখে যান।’
তিনি আরও বলেন, সোমবার বেলা ১১টার দিকে বাড়ি ফিরে সদর দরজা তালাবদ্ধ দেখে আশপাশের বাড়িতে শাশুড়ির খোঁজ করেন। না পেয়ে সন্ধ্যার দিকে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শাশুড়িকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় দেখেন।
নিহতের বড়ছেলে আবুল কাসেম বলেন, মা আকলিমা বেগম ছোটভাই আবু তালেবের বাড়িতে থাকেন। মেঝভাই আজিজুল ইসলামের স্ত্রী লাইলি বেগম বাড়ি পাহারা দেওয়ার জন্য মাকে রেখে বাবার বাড়ি বেড়াতে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পুত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।