ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার আখেড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে পাকা রাস্তার উপর চেক পোষ্ট করা কালীন নজিপুর টু ঢাকাগামী আল নাফি পরিবহনের বক্স হতে চাউলের বস্তায় (চাউলসহ) ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ৯২ বোতল ফেন্সিডিল, ২০ কেজি চাউল ও ১টি মোবাইলসহ ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজার মোল্লাপাড়া গ্রামের আব্দুল গফফারের পুত্র মোঃ মামুন রেজা (২৮) কে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্নস্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।