ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শরিফ আহম্মেদ।
নাচোলের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা পদোন্নতি পেয়ে রাজশাহী জেলা প্রশাসকের অফিসে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে গত ২৮/১০/২০১৮ইং তারিখ নাচোল উপজেলায় যোগদান করেন। নতুন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে নাচোল উপজেলায় গত বুধবার সন্ধায় যোগদান করলেন।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ ও অর্পণ পর্ব অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনাব শরিফ আহম্মেদ এর যোগদান ও বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানার বিদায়ী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।