ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সোমবার বেলা ১২ টায় নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কোভিট ১৯ সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার।
এসময় প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, প্রধান শিক্ষক রমজান আলী নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক কাউন্সিলর মিল্টন উদ্দীন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
মোট ৬৫০ জন শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।