ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণসহ ৬ জুয়াড়িকে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি আমের আড়তে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ষ্টেশনপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে রমজান আলী (৬০), রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার মৃত কেতাব উদ্দীন মোল্লার ছেলে আব্দুল হালিম (৫৩), একই এলাকার ইদু শেখের ছেলে মুনসুর (৫২), প্রসাদপুর মহল্লার মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে রাহাত আলী (৫৫), স্টেশন হঠাৎপাড়া মৃত সৈয়দ লাল মোহাম্মদের ছেলে জাকারিয়া (৪৭) ও কাটিহার পাড়ার মৃত জাফর আলীর ছেলে আব্দুল মান্নান (৫৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার রাত ১০ টার দিকে রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের জনৈক রফিকুল ইসলামের আমের আড়তে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করে।
এসময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৫ হাজার ২’শ টাকা জব্দ করা হয়।