ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স না থাকাসহ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ মজুত রাখার দায়ে এসব জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি জানান, অভিযানে দাস মেডিকেল ষ্টোরে ১ হাজার, জাহাঙ্গীর মেডিকেল ষ্টোরে ১ হাজার টাকা ও শাহিন মেডিসিন কর্ণারে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত¡াবধায়ক রিফাত হোসেন, মান্দা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।