ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে চার পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেন্দুরবাগ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দগ্ধ পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন কনস্টেবল রাকেশ ও বেশান্ত।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ৪ পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, আসামিদের লক্ষ্মীপুর নেওয়ার পথে কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৪ আসামি বেগমগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছে।