ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণসহ র্যাবের হাতে আটক হয়েছে ৭ জুয়াড়ি।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গার এক ঝুপড়ি ঘরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শাহাবুলের ছেলে মেজবাউল (২৫), একই এলাকার আব্দুস সামাদের ছেলে আমিনুল ইসলাম (২৮), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাদ্দাম হোসেন (৩০), রমজান আলীর ছেলে এরফান আলী (৩৬), আলমের ছেলে সাদেকুল ইসলাম (২৫), মৃত লাল মোহাম্মদের ছেলে কিসমত আলী (৩৫) ও আবুল কাশেমের ছেলে সোহেল (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার ওমর আলী’র নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা কবর স্থানের পার্শ্বে জনৈক আবুর পুকুর পাড়ে ঝুপড়ী ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে।
এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৫ হাজার ৭’শ টাকা জব্দ করা হয়।