ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পিকআপ ভ্যানের ধাক্কায় চার্জারভ্যান থেকে ছিটকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় নুরজাহান ইটভাটার অদুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম খুশি আক্তার (১৮)। সে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও সাতবাড়িয়া আব্দুস সাত্তার এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত খুশি আক্তারকে বহনকারী চার্জারভ্যানকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় খুশি।
নিহতের বাবা দুলাল হোসেন জানান, মেয়ে খুশিকে নিয়ে স্ত্রী সানোয়ারা বেগম চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। একটি চার্জারভ্যানে তাঁরা ফেরিঘাট বাসস্ট্যান্ডে যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে পিকআপের ধাক্কায় ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে মেয়ে খুশি মারা যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত খুশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।