ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার এনায়েতপুর গ্রামের ইব্রাহিমের পুত্র সাইফুল ইসলাম (৩৫), মৃত ওসমান গণির পুত্র হারুন অর রশিদ (৫০) ও মৃত জহির উদ্দীনের পুত্র ফজলুর রহমান (৩৩) একই গ্রামের কালামের বড়িতে ঢুকে তার স্ত্রী মহসিনা বেগমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে তার ছেলে নবম শ্রেণির ছাত্র আল-আমিন, তার স্বামী আবুল কালাম এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে মারপিট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে শুক্রবার রাতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।