ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে ফ্লোর ওপেন করেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।
অনুষ্ঠানে উপজেলার বান্দাইখাড়া ও পতিসরে পুলিশ ফাঁড়ি, পুলিশ ক্লিয়ারেন্স সাটিফিকেট অনলাইনে প্রদান, বাল্য বিবাহ রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করার দাবি জানানো হয়। বিষয়গুলো ডাইরিতে লিপিবদ্ধ করে ওসি আবুল কালাম আজাদকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়।
এসময় বিশেষ অতিথি আসন্ন পুলিশের কনস্টেবল স্বচ্ছভাবে এবং যোগ্যদের নিয়োগ দেয়া হবে মর্মে অভিভাবকদের দালালের খপ্পরে না পরতে আহবান জানান। পরে থানা চত্ত্বরে মোটরসাইকেল গ্যারেজ, লাশ ঘর এবং বকুল ফুলের চারা রোপন করা হয়।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজি।