ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসাইন (আঃ) এর চল্লিশা উপলক্ষে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং পবিত্র কোরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে সুফিয়ান, সহ সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ হকসহ সংগঠন দুটির বিভিন্ন স্তরের কর্মীরা।
ইমাম হুসাইন (আঃ) এর চল্লিশা উপলক্ষে ২০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব খাবার, পানি ও মাস্ক বিতরণ করা হয়।