ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের নিতপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অবায়দুল্লাহ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, কামাল সরকার, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।