ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : আদমদীঘির সান্তাহার কে.পি.আই-৫০ ওয়ার্ড বিদ্যুত পাওয়ার প্লান্ট ও সাইলো এলাকা পরিদর্শন করা হয়েছ।
বুধবার দুপুরে সেনাবাহিনী, পুলিশ ও এন.এসআইয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ।
পরিদর্শনে ছিলেন, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, মেজর সাব্বির ও এন.এস.আইয়ের ডিডি মাহামুদুর হাসান পরিদর্শন শেষে তারা বগুড়ার উদ্যেশ্যে রওনা হন।
এসময় উপস্থিতি ছিলেন, সান্তাহার কে.পি.আই-৫০ ওয়ার্ড বিদ্যুত পাওয়ার প্লান্টের প্রকেওশলী ফরহাদ হোসেন।
সাইলো নিরাপত্তা সুপার ভাইজার ফাতেমাতুজ জহুরা।