ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রী, গার্লস গাইড, কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে শেষ হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে তথ্য আপা খাদিজা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় “আমরা কন্যাশিশুÑ প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” ও এবছরের প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী ও নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম ও মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান।