ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরপনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০-৪০ মিনিটের দিকে স্বরপনগরে সরকারি শিশু পরিবারের (এতিমখানা) ভিতরে নির্মাণাধীন ভবনের সামনে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯১৮৭) থেকে বালু আনলোড করার সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ট্রাক শ্রমিক বাবু (৩৫) নিহত হয়।
নিহত বাবু শহরের পিটিআই বস্তির মৃত তাহার উদ্দিনের ছেলে। সেই ট্রাকের শ্রমিক ছিলো।
একই ট্রাকের শ্রমিক নয়নশুকা গ্রামের শহিদুল জানান, সকাল ১০-৪০ মিনিটের দিকে ট্রাক থেকে বালু আনলোড করার সময় বালুতে, ট্রাকের চাকা আটকিয়ে গেলে ট্রাক শ্রমিক বাবু (৩৫) চাকার নিচে থেকে বালু সরাতে যায়। অসাবধানতা বশত চালক ট্রাক চালাতে শুরু করলে চাকার নিচে চাপা পড়ে নিহত হন ট্রাক শ্রমিক বাবু।
পরে সংগীয় অন্য শ্রমিকরা চিৎকার করলে ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
এসময় সাথের শ্রমিকরা বাবুকে চাকার নিচ থেকে উদ্ধার করে,কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মারা যায় বাবু।
সংবাদ পেয়ে সদর থানার এস আই জালাল উদ্দিন নিহত বাবুর লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।