ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।
মৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫৫)। তিনি উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা সুইসগেট এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে মায়ের কবর জিয়ারত করতে যান ইসমাইল হোসেন। সেখানে অবস্থানকালে তালগাছ থেকে একটি ডাল খসে পড়ে। এ সময় ওই ডালের পাতায় থাকা একদল ভিমরুল ইসমাইল হোসেনকে আক্রমণ করে।
মৃতের ছেলে রুহুল আমিন বলেন, দাদির কবর জিয়ারত করতে গিয়ে ভিমরুলের কামড়ে বাবা ইসমাইল হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার্ড করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইসমাইল হোসেনকে দাফন করা হবে।