ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সংস্থার কার্যালয় সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাল্ব ‘খ’ অঞ্চলের ডিরেক্টর বাবলু রেনাতোস কোড়াইয়া।
সংস্থার সভাপতি গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে ও নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, কাল্ব জয়পুরহাট জেলা ব্যবস্থাপক অরুণ কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা আকতার হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বাশিস মান্দা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।
শেষে নির্বাচনী প্রক্রিয়ায় ‘মান্দা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’ এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে গোলাম সোরয়ার স্বপন, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন সরদার, ডিরেক্টর পদে এসএম শামসুদ্দীন, তছির উদ্দিন ও শাহনাজ পারভীন নির্বাচিত হন।