ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মীরপুর গ্রামের আইজুল সরকার (৩২), মীরপুর মিছুপাড়া গ্রামের সাইদুর রহমান (৪৫) ও শরীয়ত হোসেন (২৭), কটকতৈল গ্রামের মাহবুবুর রহমান (৪৩), মনোহরপুর অজিত চন্দ্র সরকার (৪৯), দোসতি মুরাদ হোসেন (২৭), সাহাপুর চৌকিদারপাড়া আনোয়ার হোসেন (৪০), শীলগ্রাম ইয়াকুব আলী (৪০), এলেঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৭), গাজিপুর সোনামসজিদ এলাকার এজাবুর রহমান এজাব (২৬), চককানু সুইট হোসেন ফিরোজ (২৩), এলেঙ্গা গ্রামের আবুল হোসেন (৩২), নহলকালুপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), ফতেপুর গ্রামের কাজেম উদ্দিন (২৬)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভ‚ক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৬ জনকে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।