ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “শিশুর জন্য বিনিয়াগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন হয়েছে।
সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, নেজারত ডেপুটি ক্যালেক্টর চন্দন কর।
শিশু সপ্তাহের প্রথম দিনে দেশাত্বকবোধক সংগীত. কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই শিশু শিশু সপ্তাহ চলবে।