ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, মন্দির কমিটির পক্ষে সত্যেন্দ্রনাথ প্রামানিক, অনুপ কুমার কুন্ডু প্রমুখ।
সভায় উপজেলার ১৪ ইউনিয়নের মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এবারে উপজেলায় ১২৩ টি মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।