ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা পৌর এলাকার মধ্যশহরের সাত্তার বিশ্বাস সুপার মার্কেটের ৫ম তলায় আবাসিক ভবনে (রিবাদ ইউনানি ড্রাগ লিমিটেড) নামে একটি যৌন উত্তেজন ওষুধ কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশের একটি দল।
সোমবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওই আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভবনের একটি কক্ষ থেকে বিপুল পরিমান নামে বেনামে প্রায় ১৫টি অবৈধ যৌন উত্তেজন ওষুধ তৈরির কাঁচামাল তৈরিকৃত মালামালসহ মালিক শরীফুল ইসলামকে আটক করেছ।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিট্রেট সাইফুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম, জেলা ওষুধ প্রশাশন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ন আহম্মেদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হানানসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।
এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ভোক্তাঅধিকার অধিদপ্তরের সংশ্লিষ্ঠরা অভিযুক্ত কোম্পানির সকল কাগজাদী যাচাই বাছাই করে নিয়ম বহিরভুতভাবে আবাসিক ভবনের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক একাধিক যৌন উত্তেজক ওষুধ তৈরি করার জন্য মালিক শরীফুল ইসলামকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জড়িমানা আদায় করেন। এসময় ওই আবাসিক ভবন থেকে জব্দকৃত সমস্থ মালামাল জব্দ করা হয়।
সে দীর্ঘদিন ধরে এই আবাসিক ভবনের একটি কক্ষে অবৈধ যৌন উত্তেজন ওষুধ তৈরি করে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছিলো বলে জানা গেছে।