ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের মানসিক প্রতিবন্ধি আবু তালহা (২৫) সুদর্শন যুবক প্রায় ১৫ বছর ধরে হাটপাঙ্গাসী সামিদুলের চায়ের দোকান সহ বিভিন্ন দোকানে দোকানে ঘুরে জীবন-যাপন করছে। পড়নে রয়েছে হাফ প্যান্ট, গায়ে রয়েছে গেন্জি, চোখে রয়েছে স্মার্ট চশমা, অবশ্য কখনো কখনো চশমাটি কপালের ওপর রাখতেও দেখা গেছে।
এছাড়াও সঙ্গে থাকে একটি আম্রেলার ছাতা। কখনো কারো কোনো খতি করে না বললেই চলে। বাড়ির খাবার এবং প্রায় সময় সামিদুলের বানানো চা-বিস্কুট খেয়েই চলে মানসিক প্রতিবন্ধি আবু তালহার জীবন। প্রকৃতির কাজ গুলো যথাস্হানেই করতে দেখা গেছে। প্রাথমিক অবস্হায় চিকিৎসা করা হলেও অর্থের অভাবে বন্ধ রয়েছে তালহার চিকিৎসা।
এদিকে তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, চিকিৎসা করা অবস্হায় মোটামুটি কিছুটা হলেও সাভাবিক ভাবে জীবন-যাপন করেছে। এখন অর্থাভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। বিধায় খুব টেনশনে থাকি ছেলেটা কখন আবার কোনদিকে চলে যায়।
অপরদিকে, হাটপাঙ্গাসী চায়ের দোকানদার সামিদুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধি হলেও আবু তালহা খুবই ভালো, কখনো কারো কোনো খতি করে না। প্রায় সময় আমার চায়ের দোকানেই থাকে। এমনকি ওকে দিয়ে টুকটাক হাতের কাজোও করানো যায়।
আমার মনে হয় ভালো চিকিৎসা পেলে মানসিক প্রতিবন্ধি আবু তালহা ফিরে পাবে আর দশটা সুদর্শন যুবকের মতো সাভাবিক জীবন।