ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে তিনি স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও শিক্ষ প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
এর আগে প্রধান অতিথি মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক উপজেলার বিভিন্ন দর্শনীয়স্থান পরিদর্শন করেন।